দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল পৌনে ৫টায় ডিপো গেট এর সামনে এসে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোদনাইল পদ্মা ডিপো শাখার সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা নেকবর আলী মাষ্টার গোদনাইল মেঘনা ডিপো শাখার সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও শ্রমিক লীগ নেতা মন্ডল মো. মহিউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক এ.আর মহসিন, শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন মহাজন, কোষাধক্ষ্য সাইফুদ্দিন, জসীমউদ্দিন, নাজির হোসেন, মনোয়ার হোসেন মুন্না, আল-আমিন, মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল