বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বে এ কর্মসূচি শুরু হয়। এদিকে প্রতিবাদ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবাদ সমাবেশকে ঘিরে কার্যালয়ের সামনের রাস্তা নাইটিঙ্গেল-ফকিরাপুল মোড়ের সড়ক বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সমাবেশ শুরুর আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেফতারদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন।
এর আগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে ১৩ ডিসেম্বর ঢাকাসহ বিভাগীয় ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল