রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিজিবি টহল পিকআপে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর হারাধনকে একদিনের রিমান্ডে নিয়েছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।
সোমবার দুপুরে মেট্রোপলিটন আদালতে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার পরপরই কাউন্সিলর হারাধনকে আটক করা হয়েছিল।
জানা গেছে, ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে আমাশু কুকরুল কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে টহলরত বিজিবি’র গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মেট্রোপলিটন পরশুরাম থানায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়।
মামলাটি পরদিন ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইন্সপেক্টর সালেহ আহমেদ পাঠান।
বিডি প্রতিদিন/এমআই