ঢাকা-বরিশাল রুটের একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় এই অভিযান চালায় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. দুলাল এবং আজিজ বেপারী। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, বরিশাল নদী বন্দর এলাকায় পথশিশুদের কাজে লাগিয়ে যুথি, রিফাত শাহ, মুন্না, রাজু ও নয়ন নামে একটি চক্র মাদক ব্যবসা করে আসছে বলে গোপন খবরে জানতে পারেন তারা। নদী বন্দরে অনুসন্ধানকালে গোয়েন্দারা জানতে পারেন দুলাল ও আজিজ মাদক নিয়ে ঢাকা থেকে বাসে বরিশাল ফিরছে। এর পরিপ্রেক্ষিতে ইচলাদী টোলপ্লাজায় সাকুরা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই