সংগঠনের সদস্যদের শীতবস্ত্র উপহার দিয়েছে বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিসিএ)। সোমবার বিকেলে নগরীর সদর রোডের একটি জাতীয় দৈনিক পত্রিকা কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সাংবাদিক ইউনয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, সুকান্ত অপি, বিটিসিএ সভাপতি গোবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিটিসিএ’র ১১ সদস্যের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র (হুডি) উপহার দেয়া হয়। সদস্যদের কল্যানে এই সংগঠনটি আগামীতেও যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল