রাজশাহীর পুঠিয়ায় জন্মসনদে এক শিশুর মা-বাবার জাতীয়তা ভুল করে উগান্ডা লেখা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে ইউপি পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, সার্ভারের কারণে এমনটি ঘটেছে।
উপজেলার এক নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে ওই শিশুর বাবার অভিযোগ, ভুলের বিষয়টি সোমবার ইউনিয়ন পরিষদে জানালে সংশোধনীর জন্য তাদের আবারও টাকা দিতে হয়েছে।
এ ঘটনায় ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্মসনদের জন্য পরিষদে আবেদন করা হয়। সোমবার সকালে পরিষদ থেকে জন্মসনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তায় বাংলাদেশের পরিবর্তে ‘উগান্ডা’ লেখা। আর ওই সনদে ইউপি চেয়ারম্যান নিজেই সিল স্বাক্ষর করেছেন।’
এ বিষয়ে পুঠিয়া সদর ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।’
বিডি প্রতিদিন/এমআই