রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলার রুমের দেয়াল ভাঙার সময় আব্দুল কুদ্দুস (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি পঞ্চম তলার বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকালে মৃত ঘোষণা করেন।
খিলগাঁওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রুমের দেয়াল ভাঙার সময় একজনের মৃত্যু হয়েছে। এমন সংবাদে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত