নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি করায় কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ইউনুস ব্যাপারী নামের এক ব্যাপারীকে এক লাখ টাকা জরিমানা ও অন্যান্যদের সতর্ক করা হয়।
রবিবার বিকালে নারায়ণগঞ্জের দ্বিগুবাবুর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা ও সতর্ক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, পিয়াজের দাম নিয়ে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। তারা বলছে, ভারত আমদানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক পিয়াজ তো প্রতিদিন আসে না। নিষেধাজ্ঞার আগে যে পিয়াজটা ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। তাই আমরা জেলা প্রশাসনকে সাথে নিয়ে এই মোবাইল কোর্টটি পরিচালনা করছি।
বিডি প্রতিদিন/হিমেল