গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক গাসিক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর ২ আসনের দ্বাদশ জাতীয় সংসদের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ প্রমূখ। এছাড়া সিটি করপোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাসিকের প্যানেল মেয়র মাহমুদুল হাসান বিল্লাল। পরে বিশেষ অতিথি গাসিকের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল