রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শরিফ হোসেন (৩৮) নিহত হয়েছেন। তিনি তিনি রাইড শেয়ারিং পাঠাও চালক ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শরিফ হোসেন সূত্রাপুরের নওয়াবপুরে থাকতেন। তার বাবার নাম মোশাররফ হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, ঢাকা টু কলকাতা রোডের ডেক্স ট্রাভেল এর বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান চালক। এ ঘটনায় বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন