নারায়ণগঞ্জে আগে সংস্কার, তারপর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে। প্রথমে শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে একদল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- নির্দিষ্ট একটি দল নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমরা এখনও হত্যার বিচার চাইনি। আপনারা আমাদের রক্তের সাথে বেঈমানি করবেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রক্ত দেয়নি। দেশের ভবিষ্যত বদলানোর জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা চাচ্ছি আগে এই দেশে খুনী হাসিনার বিচার হবে এবং প্রয়োজনী সংস্কার করতে হবে। আমাদের শিক্ষাখাত প্রায় ধ্বংস; চিকিৎসার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ড. ইউনূস ইতোমধ্যে বড় হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম, জুলাইয়ে আহত রাব্বি ইসলাম নিলয়, আহত আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক ও আলিফ দেওয়ানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল