২০১৭ সালের শুরুতে তিনটি নতুন মডেলের আইপ্যাড বাজারে আনতে চলেছে অ্যাপেল।
একটি টেকনোলজি ওয়েবসাইট সূত্রে অ্যাপেল সম্পর্কে এই তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগামী বছরের মার্চ মাসে নতুন আইপ্যাড বাজারে আসতে পারে। তিনটি মডেলের মধ্যে দুটি মডেল হবে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের নতুন ভার্সন এবং একটি হবে সম্পূর্ণ নতুন মডেলের।
নতুন আইপ্যাডটি 10.9 ইঞ্চি মাপের হবে। এ ছাড়া 9.7 ইঞ্চি মাপের আইপ্যাড প্রো থেকে ‘প্রো’ কথাটি বাদ দিয়ে একটি মডেল আসতে পারে। অ্যাপেল এ মডেলের দাম কিছু কমাতে পারে বলে জানা গেছে।
আইপ্যাড মিনির পাশাপাশি নতুন এই আইপ্যাড বিক্রি হবে। 12.9 ইঞ্চি মাপের আইপ্যাড প্রো মডেলটির একটি লেটেস্ট ভার্সন আনতে পারে সংস্থাটি। 10.9 ইঞ্চি মডেলের আইপ্যাডে ডিসপ্লে প্যানেল ভবিষ্যতের আইফোনের ডিসপ্লে সম্পর্কে আইডিয়া দিতে পারে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন