সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড 'আসুস উইন্টার ফেসটিভ্যাল' এর আয়োজন করেছে। গত ৭ ডিসেম্বর বিসিএস কম্পিউটার সিটিতে এই ফেসটিভ্যালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
ফেসটিভ্যালে যে কোনো আসুস ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তারা পেতে পারেন জেনফোন, জ্যাকেট, টি-শার্ট, পাওয়ার স্ট্রিপ, অ্যান্টি ভাইরাস। এছাড়াও মেগা গিফট হিসেবে একজন সৌভাগ্যবান ক্রেতা জিতে নিতে পারবেন ফ্রিজ।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ