নিজেদের অনুভূতি-ভাললাগা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করার জন্য ফেসবুকে রয়েছে বেশ কিছু গ্রুপ ও পেজ। 'দ্যা স্প্যারো' এমনই একটি গ্রুপ, যেখানে বাংলাদেশ এবং ওপার বাংলার মেয়েরা নিজেদের অনুভূতির কথা প্রকাশ করে থাকেন। গত ৭ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডিতে রেডফ্লেম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল 'দ্যা স্প্যারো'র সদস্যদের মিলন মেলা।
ড্রিমস ইভেন্ট ফটোগ্রাফি, ফ্যাশন ক্যারিকেচার, সিঁদুর রেড ফ্লেম, লিন্স কুইন, সিলভার স্পুন, রয়বক্স প্রভৃতির সৌজন্যে অনাড়ম্বর এ অনুষ্ঠানে গ্রুপের অ্যাডমিন তানজিনা ইসলাম লিরা বাকি দুই অ্যাডমিন মেম্বার উম্মে হাবিবা এবং নাহিদা হান্নান কেয়াকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর গল্পচ্ছলে সংক্ষিপ্ত আকারে এই গ্রুপের জন্মকথা, কাজের অভিজ্ঞতা ও বর্তমান অবস্থা উপস্থিত সবাইকে জানান তারা।
২০১৪ সালের ৭ ডিসেম্বর ফেসবুকে যাত্রা শুরু করে `দ্যা স্প্যারো’। তেতাল্লিশ হাজারের বেশি সদস্য নিয়ে এই গ্রুপটি বাংলাদেশে গ্রুপগুলোর মধ্যে অন্যতম। এ গ্রুপের সদস্যরা সবাই তাদের কেনাকাটা, বন্ধুত্ব, সংসার, জীবন, মৃত্যু এবং জীবনের সাথে মিশে থাকা সব কিছু নিয়ে গ্রুপে পোস্ট দিতে পারেন। বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে পারেন নিজের অনুভূতি, ভালোলাগা, মন্দলাগা।
বয়সে তরুণ এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এই গ্রুপের মেম্বার ও অ্যাডমিন মেম্বারদের কাজ নিয়ে আন্তরিক প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। সততার সঙ্গে দেশের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে পেজ ‘দ্যা স্প্যারো’ কাজ করে যাবে- এ আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই। সব শেষে রেডফ্লেম'র সুস্বাদু খাবারে অনুষ্ঠান পূর্ণতা পায়।
বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ