রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইপিইউ সম্মেলন মেলায় প্রশংসিত হয়েছে ওয়ালটনের পণ্য। বাংলাদেশের একমাত্র ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে এতে অংশ নেয় ওয়ালটন। মেলায় আগত বিদেশী অতিথিরা প্রশংসা করেন ওয়ালটন পণ্যের।
আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা বিদেশী স্পিকার এবং সংসদ সদস্যদের সামনে মেলায় প্রদর্শন করা হয় 'মেড ইন বাংলাদেশ' খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, ইলেকট্রিক সুইস-সকেট, বিভিন্ন ধরণের এলইডি লাইটসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস।
১ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনের মেলায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি, নিখুঁত ফিনিশিং ও আকর্ষণীয় ডিজাইন দেখে মুগ্ধ হন সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতৃবৃন্দ। বিশেষ করে, বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ও এয়ার কন্ডিশনার তৈরি হওয়ায় এবং ফ্রিজের কম্প্রেসারে বিশ্ব স্বীকৃত পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাস ব্যবহার করায় ওয়ালটন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন তারা।
পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবনের লক্ষ্যে ওয়ালটন এশিয়ায় অন্যতম বৃহৎ গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) বিভাগ গড়ে তুলেছে শুনে বিস্মিত হচ্ছেন বিদেশী অতিথিরা। সেই সঙ্গে ক্রেডিট রেটিং এ 'ট্রিপল এ' স্ট্যান্ডার্ড অর্জন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর ফাইভ স্টার রেটিং অর্জন, ২০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি, দেশব্যাপী বিস্তৃত প্রায় ৪০০ সার্ভিস পয়েন্ট, বিক্রয়োত্তর সেবায় প্রায় তিন হাজার প্রকৌশলী-টেকনিশিয়ান নিয়োজিত রয়েছে জেনে সন্তোষ প্রকাশ করেন তারা। বাংলাদেশে প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্পে দক্ষ জনশক্তি তৈরি, প্রায় ৩২ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি, এবং এ খাতের বিকাশে অনবদ্য ভূমিকা রাখায় ওয়ালটনের আরো সাফল্য কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা