বই পড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সসিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় চট্টগ্রাম শহরের সিটি কর্পোরেশনের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচির যাত্রা শুরু করলো বিশ্বসাহিত্য কেন্দ্র।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল : ১.কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, ২. পোস্তারপাড় আছমা খাতুন সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ, ৩.হাজী চাঁন্দ মিঞা সওদাগর উচ্চ বিদ্যালয়, ৪.রামপুর সিটি কর্পোরেশ উচ্চ বিদ্যালয়, ৫.ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ৬. ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ৭.পাঠানটুলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ৮.পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, ৯.জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং ১০.আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ।
বিকাশ লিমিটেডের চীফ এক্সটারনাল এন্ড কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরিফ মোঃ মাসুদ, শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন