রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে “টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭” মেলা। বাংলাদেশের আসুস এর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড এ মেলায় অংশ নিয়েছে। মেলায় প্রযুক্তিপ্রেমীদের জন্য তারা নিয়ে এসেছে আসুস মোবাইলের জেনফোন ৩ ম্যাক্স, লাইভ এবং গো সিরিজসহ সব নিত্যনতুন মোবাইল অ্যাক্সেসরিজ।
আকর্ষনীয় আসুস জেনফোন ৩ ম্যাক্স সিরিজ এ ৩টি মডেল আছে যার বিশেষত্ব পাওয়ারফুল ব্যাটারী, অসাধারণ পিকচার কোয়ালিটি, অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র্যাম। জেনফোন ৩ ম্যাক্স সিরিজে আকর্ষনীয় গিফট হিসেবে আছে আসুস এর ব্যাকপ্যাক। এছাড়াও জেনফোন লাইভে আছে কোর্য়াডকোর প্রসেসর, ২ জিবি র্যাম, ১৬ জিবি রোম এবং ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ৫ এমপি ব্যাক ক্যামেরা।
মেলা উপলক্ষে জেনফোন লাইভ কিনলে মিলবে নগদ ১ হাজার টাকা মূল্যছাড় ও সাথে থাকছে একটি গিফটবক্স, মোবাইল ট্রাইপড, টি-শার্ট ও মগ।
জেনফোনের আরেক সিরিজ জেনফোন ২ এ আছে ক্সিস্টাল মিরাকেল ব্যাক যার কোর্য়াড কোর প্রসেসর, ৪ জিবির্যাম, ১৬ জিবি রোম এবং ১৩ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ৫ এমপি ব্যাক ক্যামেরা রয়েছে। আর জেনফোন গো সিরিজ নিয়ে এসেছে আকর্ষনীয় ৪টি কালার ফোন যার মূল্য শুরু মাত্র ৭৯৯০ টাকা। এই ২ মডেল এর সিরিজ এর সাথে পোলো টি-শার্ট ফ্রি। আসুস জোনফোনের সকল ফোনে পাওয়া যাবে ১ বছরের ওয়ারেন্টি।
মেলায় আসুস ফোন কিনলে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ী পাবেন ঢাকা-কক্সবাজারের এয়ার টিকেট ও হোটেল রয়েল টিউলিপে ৩ দিন ২ রাত থাকার সুবিধা।
এছাড়াও গ্লোবাল ব্র্যান্ড এর আরেকটি ব্র্যান্ড এডাটা দিচ্ছে ৭ ধরনের পাওয়ারব্যাংক এ বিশালমূল্য হ্রাস অফার। মেলার মূল আকর্ষন নতুন পাওয়ারব্যাংক ডি-৮০০০ এল আইপি-৫৪। এই পাওয়ারব্যাংকটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ। সাথে ৮০০০ এমএএইচ ব্যাটারিব্যাংক ও ৪ মোডলাইটিং (১৭ এলইডিলাইট) যা দিবে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপের সুবিধা। এছাড়াও আছে মেমরির্কাড, ওটিজি পেনড্রাইভ, অ্যাপলক্যাবল, টাইপ সি ক্যাবল, ইউএসবি ফ্ল্যাস ড্রাইভ, এক্সর্টানাল হার্ডডিস্ক।
মেলাটি আগামী ৫ আগষ্ট সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/হিমেল