আরমানুল আজিম তসরিফা ইন্ডাস্ট্রিজের চীফ অপারেটিং অফিসার পদে উন্নীত হয়েছেন। ইউকে থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন।আজিম এই গ্রুপে ২০১১ সাল থেকে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে আজিম লেনি ফ্যাশন লিমিটেড, ডার্ড গ্রুপ, ওপেক্স গ্রুপসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নর্দান তসরিফা গ্রুপের সকল সদস্য এই পদে উন্নীত হওয়ার জন্য আজিমকে অভিনন্দন জানান এবং আশা করেন যে তার নেতৃত্বে তসরিফা ইন্ডাস্ট্রিজ আসন্ন দিনগুলোতে এগিয়ে যাবে।
বিডি প্রতিদিন/৬ আগস্ট, ২০১৭/ফারজানা