নিউইয়র্ক ভিত্তিক পিজ্জা চেইন সাবারো রাজধানী ঢাকা জুড়ে শুরু করেছে দারুণ প্রচারাভিযান। ঢাকার বিভিন্ন যায়গায় দেখা যাচ্ছে সাবারো'র 'কিউ-আর কোড', আর স্ক্যান করলেই মিলছে দারুণ সব পুরষ্কার।
ঢাকা-নিউইয়র্ক-ঢাকার বিমান টিকেট থেকে শুরু করে স্মারটফোন আর সাবারোর সকল মেনুতে ২৫% ফ্ল্যাট মুল্যছাড় পর্যন্ত রয়েছে এই পুরষ্কারের তালিকায়।
সেপ্টেম্বর ২১ তারিখ থেকে শুরু হওয়া এই প্রচারাভিযান ইতমধ্যেই নগরবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আপনার স্মার্ট ফোনের যে কোন কিউ-আর কোড স্ক্যানার দিয়েই স্ক্যান করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার পুরষ্কার। সাবারোর এই প্রচারাভিযানটি দারুন সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়াতেও। পুরো ব্যাপারটির নতুনত্ব মুগ্ধ করছে সবাইকে।
সম্প্রতি সাবারোর এক বিবৃতিতে জানা যায় যে, অচিরেই ঢাকার আটটি ভিন্ন লোকেশনে একযোগে নতুন আটটি আউটলেট চালু করতে যাচ্ছে নিউ ইয়র্কের এই বিখ্যাত পিজ্জা চেইন সাবারো। এই লোকেশন গুলো হলো বনানী, ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর, খিলগাও, মিরপুর, বেইলি রোড ও লালবাগ।
সরাসরি আমেরিকা থেকে উপকরন আমদানি করে নিয়ে আসা সাবারোর পিজ্জার সাথে অন্য পিজ্জা চেইনগুলোর পার্থক্য হলো স্লাইস পিজ্জা বিক্রি। ১৮ ইঞ্চি পিজ্জার বিশাল বড় স্লাইসের দাম ও ভোক্তাদের হাতের নাগালেই।
বাংলাদেশে সাবারোর যাত্রা শুরু হয় ২০১৫ সালে খান বাহাদুর গ্রুপের হাত ধরে। বর্তমানে বাংলাদেশে ৯টি আউটলেটের পাশাপাশি সারা বিশ্বের ৩৩টি দেশ জুড়ে ৮০০টিরও বেশি যায়গায় ছড়িয়ে আছে পিজ্জা চেইন সাবারো।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর-অর্ণব