২০১৮ সালের মধ্যে দেশের সকল উপজেলায় রূপালী ব্যাংকের এটিএম বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।
বুধবার রংপুরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত রূপালী ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ শাখাসমূহের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এতে করে এই ব্যাংকের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন। প্রাথমিক শিক্ষা উপবৃত্তির টাকা প্রায় এক কোটি শিক্ষার্থীদের মায়েদের একাউন্টে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে রূপালী ব্যাংক।
ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি প্রসংঙ্গে এমডি বলেন, গ্রাহক সেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদান করা যেতে পারে। এছাড়াও তিনি শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং এসএমই ঋণ বিতরণের মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান।
রূপালী ব্যাংকের বর্তমান পর্ষদের প্রশংসা করে এমডি বলেন, বর্তমান পর্ষদ যে কোন বিষয়ে অত্যন্ত সহায়ক। ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানটিকে মাতৃসম মনে করলে কোন অনিয়ম হতে পারে না।
এছাড়াও এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার বিশেষ অতিথি এবং বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে রংপুর জোনাল অফিসের ডিজিএমসহ সকল শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান