তাইওয়ানিজ ব্র্যান্ড এইসুস দেশের বাজারে নিয়ে এল জেনবুক সিরিজের নতুন ভার্সন জেনবুক ৩ ডিলাক্স। উইন্ডোজ ১০ চালিত জেন বুকটিতে রয়েছে ৭তম জেনারেশন কোর আই, সেভেন প্রোসেসর, ১ টেরা বাইট স্টোরেজ ও ১৬ জিবি র্যাম।
এতে রয়েছে এস.আর.জি.বি ফুল এইচ.ডি ডিসপ্লে। যার কালার রি-প্রোডাকশন ক্যাপাবিলিটি ১০০%। ১০০০:১ টিভি গ্র্যাড কন্ট্রাক্ট রেশিও। এবং ডিসপ্লের উপরি ভাগে রয়েছে র্কানিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। ডাটা ট্রান্সফারের জন্য আছে থান্ডারবোল্ট কানেক্টিভিটি যার স্পিড ৪০ জি.বি.পি.এস। এটি ইউএসবি ৩ থেকে ৮ গুণ বেশি দ্রুত। এই জেনবুকে ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায় ১২ ঘন্টা র্পযন্ত। এতে ফাস্ট র্চাজিং টেকনোলজি ব্যবহার করায় মাত্র ৪৯ মিনিটেই ৬০% পর্যন্ত র্চাজ করা সম্ভব। সাউন্ড সিস্টেমে ব্যবহার হয়েছে হারমান কারডন র্সাটিফাইড এফেক্ট। আর এতো কিছুর পরও এর ওজন মাত্র ১.১ কেজি। ২ বছরের ওয়ারেন্টিসহ এর মূল্য র্নিধারণ করা হয়েছে মাত্র ১,৭৩,০০০ টাকা। যা পাওয়া যাচ্ছে এইসুস'র একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের যেকোন শাখায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার