আমেরিকার বিখ্যাত ফাস্ট ফুড বার্গার চেইন বার্গার কিং যমুনা ফিউচার পার্কে শীঘ্রই তাদের আউটলেট চালু করতে যাচ্ছে। শপিং করার পাশাপাশি অতিথিরা ইউনিট-৫বি, শপ নং. ০০৭-৯-এ জনপ্রিয় ওয়্যাপার স্যান্ডউইচসহ অন্যান্য মজাদার আইটেম উপভোগ করতে পারবেন। ব্লকবাস্টার সিনেমার পাশের এই আউটলেটটি হবে ঢাকার কোনো শপিং মলে চালু হওয়া বার্গার কিং-এর প্রথম আউটলেট।
যমুনা ফিউচার পার্কে শপিং বা সিনেমা দেখতে যাওয়া অতিথিরা এই আউটলেটে উদ্বোধনের দিন থেকে পাবেন বিশেষ অফার।
ইনফ্রাসট্রাকচার, পাওয়ার ও টেলিকম সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেড বাংলাদেশে বার্গার কিং ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি।
টিফিন বক্স লিমিটেড-এর হেড অফ কমার্শিয়াল অপারেশনস মাশরুফ আহমেদ বলেন, “বার্গার কিং রেস্টুরেন্ট প্রথম চালু হওয়ার প্রায় এক বছর পর যমুনা ফিউচার পার্কে পঞ্চম আউটলেট চালু করার মাধ্যমে অতিথিদের আকর্ষণীয় ফুড আইটেম উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
বার্গার কিং:
আমেরিকার বিখ্যাত ফাস্ট ফুড বার্গার চেইন বার্গার কিং ১৯৫৪ সালে যাত্রা শুরু করে। আমেরিকাসহ শতাধিক দেশের ১৬ হাজার স্থানে কার্যক্রম চালাচ্ছে অরিজিনাল হোম অব দ্য ওয়্যাপার তথা বার্গার কিং। প্রায় সব বার্গার কিং রেস্টুরেন্টই স্বতন্ত্র ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালিত হয়, যেগুলির মধ্যে অনেকগুলোই পারিবারিক ব্যবসা হিসেবে চলছে দশকের পর দশক জুড়ে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল