দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন আরেকটি স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইটআই’। হালকা নীল এবং কালো রঙের ফোনটির দাম মাত্র ৬ হাজার ৩৯৯ টাকা।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, কম বাজেটের মধ্যে দেশের বাজারে ‘প্রিমো জিএইটআই’ হচ্ছে সেরা স্মার্টফোন। মাল্টি টাস্কিং সুবিধার ফোনটিতে রয়েছে ৫.৩৪ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস ফুল-ভিউ আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, মালি-টি৮২০ গ্রাফিক্স, ১৬ গিগাবাইট স্টোরেজ, বিএসআই ৮ মেগাপিক্সেল অটো ফোকাস রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক ইত্যাদি আকর্ষণীয় ফিচার।
অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডুয়াল সিমের থ্রিজি সাপোর্টেড ফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।
বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।
বিডি প্রতিদিন/ফারজানা