আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
শুক্রবার সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রায় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড সিলেট জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাতে প্ল্যাকার্ড নিয়ে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
এদিকে নারী দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)। নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন থেকে বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগেও শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বিডি প্রতিদিন/ফারজানা