টার্বো এডিশনে এলো প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের জনপ্রিয় ফোরজি স্মার্টফোন ‘প্রিমো এইচএইট’। নতুন সংস্করণে ব্যবহার করা হয়েছে ১.৫ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। এতে ফোনটির কার্যক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, টার্বো এডিশনে ফোনটির প্রসেসরের ক্ষমতা বাড়ানো হলেও দাম বাড়েনি। বরং ২ জিবি র্যাম সংস্করণটি আগের চেয়ে আরো কম মূল্যে পাচ্ছেন ক্রেতারা। টার্বো এডিশনে প্রিমো এইচএইটের ৩ জিবি র্যামের ফোনটি পাওয়া যাচ্ছে ৭,৯৯৯ টাকায়। আর ২ জিবি র্যামে এটি মিলছে মাত্র ৬,৮৯৯ টাকায়।
অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত ৫.৪৫ ইঞ্চির ফুল-ভিউ ডিসপ্লের ফোনটিতে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন সেলফি ক্যামেরা, ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওটিজিসহ আকর্ষণীয় সব ফিচার।
উভয় সিমে ফোরজি সমর্থিত এই ফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট এবং ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ