দুই দিনব্যাপী রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য একটি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে।
বাংলা ইন্টারভেনশন্যাল থেরাপিউটিক্স (বিআইটি) এর উদ্যোগে এই মাস্টার ক্লাসটি পরিচালনা করবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) এর বর্তমান পরিচালক এবং বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) এর প্রেসিডেন্ট ডা. আফজালুর রহমান।
উক্ত মাস্টারক্লাসে আইনস্টাইন মেডিকেল সেন্টার ইন ফিলাডেলফিয়া, ইউএসএ, এর কমপ্লেক্স করোনারি থেরাপিউটিক্সের পরিচালক ডা. সঞ্জক কালরাসহ বিভিন্ন দেশের ডাক্তাররা উপস্থিত থাকবেন।
উন্নত দেশগুলোর নতুন নতুন প্রযুক্তির সাথে ডাক্তারদের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের চিকিৎসা দক্ষতাকে আরও বাড়িয়ে কিভাবে জটিল হৃদরোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হবে। এছাড়া হৃদরোগের জন্য সম্পূর্ণ নতুন একটি চিকিৎসা ব্যবস্থা, জিরো কনট্রাস্ট এনজিওপ্লাস্টি কিভাবে দেশেই করা যায় সে বিষয়ে শেখানো হবে।
প্রফেসর ডা. আফজালুর রহমান বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি মাস্টার ক্লাসের আয়োজন করতে পেরে। আশা করছি সরাসরি এই ক্লাসের মাধ্যমে ডাক্তাররা দক্ষতা আর শিক্ষার সমন্বয় ঘটিয়ে রোগীদের আরও ভালো ও আধুনিক চিকিৎসা দিতে পারবেন আর রোগীরাও ডাক্তারদের উপর সেই বিশ্বাস আর আস্থার জায়গা তৈরী করতে পারবেন। ডাক্তাররা নতুন নতুন সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। মাস্টার ক্লাসের শেষ দিনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব প্রসিডিউর সরাসরি প্রদর্শন করা হবে।