কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি তার প্রগতি সরণি এসএমই শাখার নতুন ঠিকানা রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা রোডের জগন্নাথপুর-ক/১১/২এ'তে। সম্প্রতি শাখাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার ক্রিসানথে ডি সিলভা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কান্ট্রি ম্যানেজার বরুণা কোলামুন্না, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার কপিলা লিয়ানাজে, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব