সমগ্র বিশ্বব্যাপী চলছে করোনার প্রাদুর্ভাব। এই করোনার কারণে ইতোমধ্যে গোটা বিশ্বে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। ক্ষতিগ্রস্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশেও একই চিত্র। তবে এর মাঝেও যেন ব্যতিক্রম দেশীয় পোশাকের ব্র্যান্ড 'সারা লাইফস্টাইল লিমিটেড'। এই করোনাকালেও তারা জানালেন আশাজনক কথা, অনুপ্রেনার কথা।
কিছুদিন আগেই পালিত হলো পবিত্র রমজান। গেল ঈদ-উল-ফিতরে সামাজিক দূরত্ব বজায় রেখে ‘সারা’ লাইফস্টাইল অনলাইনের মাধ্যমেই পণ্য পৌঁছে দিয়েছে গ্রাহকের দরজায়। সকল নিরাপত্তা মেনে অনলাইনে তথা সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে গেছে পণ্য।
তবে শুধু অনলাইনেই নয়, সারা'র সকল আউটলেটে গ্রাহকের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। তবে সে ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে সব কিছু। সারা লাইফস্টাইল লিমিটেড'র পরিচালক শরীফুন নেসা রেবা বলেন, গেল ঈদ-উল-ফিতরে আমাদের পণ্যের প্রতি গ্রাহকদের চাহিদা অনেক ভালো ছিল। এবার করোনার জন্য অনলাইনে আমরা গ্রাহকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পেয়েছি। অনলাইনে আশাতীত আমাদের পণ্য বিক্রি হয়েছে। তবে আমাদের আউটলেট গুলোতেও গ্রাহকের সমাগম ভালোই ছিল।
করোনা ভাইরাস মোকাবিলায় সারা লাইফস্টাইল লিমিটেড প্রথম থেকেই ছিল সচেতন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, সাংবাদিকসহ প্রায় ২০ হাজার করোনা যোদ্ধাদের বিনামূল্যে পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে সারা লাইফস্টাইল লিমিটেড। এছাড়া সারা'র সকল আউটলেটে পাওয়া যাচ্ছে পিপিই, মাস্ক।
এ প্রসঙ্গে সারা লাইফস্টাইল লিমিটেড'র পরিচালক শরীফুন নেসা রেবা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সারা নামমাত্র মূল্যে উন্নতমানের ফেসমাস্ক বিক্রি করছে। তাই আমরা চীন থেকে সরাসরি এই মাস্ক আমদানি করেছি, যা সুলভ মূল্যে আমাদের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের আউটলেটে পিপিও পাওয়া যাচ্ছে। এসব পিপিই তৈরিতে আমরা ভাইরাস বিরোধী ফ্যাব্রিক ব্যবহার করেছি। তবে শুধু আউটলেটেই নয়, গ্রাহকেরা চাইলে এসব পণ্য তারা অনলাইন থেকেও ক্রয় করতে পারবে।
সামনেই ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে সারা’র ঈদ আয়োজন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে গ্রাহকদের সকল চাহিদা সবরকম ভাবে পূরণের প্রস্তুতি নেওয়া আছে। সারা'র অনলাইন ও ফেসবুক পেজে ঈদ-উল-আজহা উপলক্ষ্যে নতুন ডিজাইনের পোশাকগুলো এবার আগে থেকেই প্রদর্শিত হবে। পাশাপাশি সারা'র সকল আউটলেটগুলোতেও। আউটলেট গুলোতে স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে। আর বরাবরের মতো সারা’র ঈদ আয়োজনে গুনগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, 'সারা' এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ
(www.facebook.com/saralifestle.bd) এবং ইন্সটাগ্রাম (sara lifestyle ltd) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে এই ক্রান্তি লগ্নে হোম ডেলিভারি পেতে পারেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর