এসিআই মার্টস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিকাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহা’র ৭২টি ৩এস (সেলস্, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট রয়েছে।
২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মটরস্ এর সাথে। শুরু থেকেই এসিআই মটরস্ গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।
১২ নভেম্বর এসিআই মটরস্ উদযাপন করে ইয়ামাহার সাথে তাদের ৪র্থ বছরপূর্তি উৎসব। ইয়ামাহার সকল শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডারস ক্লাব এর সদস্যদেরকে নিয়ে কেক কেটে এ উৎসবের শুভ সূচনা করা হয়। এ সময় করোনা সচেতনতায় মাস্কের ব্যবহার ও করোনা প্রতিরোধে করণীয়র উপর গুরুত্ব দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইয়ামাহা ব্রান্ডেড মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা