মহান বিজয় দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। বুধবার (১৬ ডিসেম্বর) রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি-এর নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এর আগে রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কার্যক্রম শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম মো. শফিকুল ইসলাম , মো. মজিবর রহমান, আবুল খায়ের, শওকত হোসেন, ইয়াছমিন বেগমসহ সকল জিএম।
এছাড়া রূপালী ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিত্র)-সহ ব্যাংকের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ
করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ