রূপালী ব্যাংক লিমিটেডের বগুড়া জোনাল অফিসের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রূপালী ব্যাংক বগুড়া জোনাল অফিসের আয়োজনে বগুড়ার বনানীস্থ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় তিনি শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, রূপালী ব্যাংক প্রধান কার্যালয়ের জিএম মো. মজিবর রহমান ও রাজশাহী বিভাগীয় জিএম কাজী আব্দুর রহমান। বগুড়া জোনাল অফিসের ডিজিএম প্রকাশ কুমার সাহা এতে সভাপতিত্ব করেন।
এছাড়াও রাজশাহী জোনের ডিজিএম এস এম জি তোফায়েল, পাবনা জোনের ডিজিএম নিজাম উদ্দিন, নওগাঁ জোনের ডিজিএম মাহবুবুল ইউনুস, রাজশাহী কর্পোরেট শাখার ডিজিএম উৎপল কবিরাজ ও বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই