বস্ত্র খাতের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জজ ভূঞা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জজ ভূঞা টেক্সটাইল মিলস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২০ বৃহৎ শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে।
প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কারের বৃহৎ শিল্প ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
জজ ভূঞা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূঞা জুয়েল বলেন, এ স্বীকৃতি বা পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। আমি সততার সঙ্গে কাজ করে যেতে চাই এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন