নড়াইলে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চারবারের নির্বাচিত মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম। শনিবার বিকেলে তাদের বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হওয়ায় দল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন