সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে আজ সোমবার থেকে কিশোরগঞ্জে অনির্দষ্টিকালের বাস ধর্মঘট শুরু করেছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে আন্তঃজেলা বাস টার্মিনালসহ অন্য স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। ফলে যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রী বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে অভিযোগ করে বলেন, শহরের গাইটাল এলাকার শফিকুল ইসলাম মানিক নামে এক সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বাস কাউন্টারে চাঁদাবাজি, টাকা ছিনিয়ে নেওয়া, শ্রমিকদেরকে মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এক পর্যায়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়।
এরই প্রতিবাদে রবিবার ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডেকে সন্ত্রাসী গ্রেফতারের দাবি জানানো হয়েছিল মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের পরও সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় আজ থেকে অনির্দষ্টিকালের ধর্মঘট শুরু করেছেন তারা। মানিককে গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে সমিতির নেতারা জানিয়েছেন। ধর্মঘটের ফলে যাত্রীদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ