অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্যের প্রতিবাদে আইডিইবি, প্রকৃচি, বিসিএস ক্যাডার- ননক্যাডার কর্মকর্তারা বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে এসব পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ তাদের চাকরি আদেশ-২০১৫ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্রকৃচি, বিসিএস ক্যাডার-ননক্যাডার কর্মকর্তাদের অবমূল্যায়ন ও চরম বেতন বৈষম্য নিরসনের দাবী জানান। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা অর্থমন্ত্রী বরাবর বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বাগেরহাটে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা রাখেন আইডিইবি’র জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, মো. আলতাফ হোসেন, রঞ্জন কান্তি গুহসহ আইডিইবি, প্রকৃচি, বিসিএস ক্যাডার-ননক্যাডারের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় অনতিবিলম্বে বেতন বৈষম্য নিরসনের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে দাবী জানায়। এরপর তারা অর্থমন্ত্রী বরাবর বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ