সারা দেশে ধানের শীষ প্রতীকের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই সরকার পৌর নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করার পায়তারা করছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় গণসংযোগকালে এমন দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা নির্বাচন চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং সচিব গোলাম আকবর খোন্দকার।
তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহারের পায়তারা চালাচ্ছে। এতে আসন্ন পৌর নির্বাচন আদো সুষ্ট ও নিরপেক্ষ হবে কিনা জনগণের মধ্যে এখন সন্দেহ দেখা দিয়েছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা সদরে বিএনপি মনোনীত প্রার্থী হাজী রফিকুল আলম, দক্ষিণ জেলা বি.এন.পির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম.এ হালিম, হাছান মোহাম্মদ জসিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন