ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১০৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১২) সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে জেলার কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
অপরদিকে আখাউড়া উপজেলার জাঙ্গাল সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, বিজিবির কসবা কোম্পানি কমান্ডার জুনিয়র কর্মকর্তা মো. আমিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও আখাউড়ার গঙ্গাসাগর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন