কক্সবাজারের টেকনাফে বিজিবি ও ইয়াবা পাচারকারীর মধ্যে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গুলিবিদ্ধ পাচারকারীদের কক্সবাজার নেওয়ার পথে এদের একজন মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৬ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, আজ বৃহস্পতিবার ভোরে তার নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একদল বিজিবির জওয়ানরা টেকনাফ নাফনদীর ৩ নং সুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদে অভিযানে যান তারা। পরে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ জন লোক নৌকা থেকে নেমে পাশ্ববর্তী গ্রামের দিকে চলে যেতেম উদ্যত হয়। পরে বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া দিলে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও হামলা চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে ৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়ে।। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ৩০ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের মংডু ডেইল পাড়া এলাকার মো. দরবেশ (২০) ও একই এলাকার দিল মোহাম্মদের ছেলে সলিম উল্লাহকে (১৮) আটক করা হয়। আহত ইয়াবা পাচারকারীকে বিজিবি উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারী দরবেশকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার কথা বলে। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে লিং রোড এলাকায় মৃত্যর কোলে ঢলে পড়ে দরবেশ। তার লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা বলে জানা গেছে। আর আটক মিয়ানমার নাগরিক সলিম উল্লাহকে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ