সিলেটের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বরইকান্দি গ্রামের ১নং সড়ক সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার বাস টার্মিনাল ফাঁড়ির উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, তার গায়ে সুয়েটার থাকলেও দেহের নিচের অংশ ছিলো উলঙ্গ।
ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন