৩১২ বোতল বিদেশি মদ, শাটার গান ও গুলিসহ ৩ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।
আজ দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার যমুনা নদীতীরের পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. শাহজামাল, মতিয়ার প্রামানিক ও সামছেল মির্জাকে আটক করা হয়। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার টুপকারচর থেকে ৪ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন এবং শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ