মুন্সীগঞ্জে বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি টিভি চ্যানেলের ঢাকা মেডিকেল প্রতিনিধি সাংবাদিক আওরঙ্গজেব সজিব হত্যার ঘটনায় গ্রেফতার কথিত দ্বিতীয় স্ত্রী আলিফা খাতুন অঞ্জনা ওরফে মুনিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার সন্ধ্যায় আলিফাকে মুন্সীগঞ্জের আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে আদালত রিমান্ড আবেদন শুনানির জন্য রবিবার দিন ঠিক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার সজিবের লাশ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়। এর পর বৃহস্পতিবার মিরপুরের সেনপাড়া থেকে আলিফাকে আটক করে শুক্রবার সকালে মুন্সীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
পুলিশ জানিয়েছে, আলিফা খাতুন নিজেকে সজিবের দ্বিতীয় স্ত্রী এবং ২ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে বলে দাবি করেছেন। বগুড়ায় জন্ম নেওয়া আলিফা ১৬ বছর ধরে পালক মেয়ে হিসাবে মীরপুরে খালুর বাসায় থাকতেন। ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন তিনি।
আলিফা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, মাত্র তিন সপ্তাহ আগে তাদের বিয়ে হয়েছে। এই সময়ে কোনো মনোমালিন্যের ঘটনা ঘটেনি।
গত রবিবার সজিব নিখোঁজ হওয়ার পরদিন তার স্ত্রী মোর্শেদা বেগম শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, রবিবার ঢাকার চকবাজারের বাসা থেকে বের হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সজিবের।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ