বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুকে (৪২) শুক্রবার দুপুরে শহরের সরকারি স্টাফ কেয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এদিকে তার মুক্তি দাবিতে জেলা যুবলীগ সন্ধ্যায় বগুড়া শহরে বিক্ষোভ সমাবেশে করেছে। সমাবেশে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি করে বক্তারা বলেছে অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে ষড়যনে্ত্রর জবাব দেয়া হবে।
যুবলীগ নেতা বনি ধুনট সদরপাড়ার মতিয়ার রহমানের ছেলে ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, বনির বিরুদ্ধে ২০০৬ ও ২০০৭ সালের রাজনৈতিক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ২০১৫ সালে প্রতারণার অভিযোগে আরও দু'টি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় জেলা যুবলীগের বগুড়া শহরে বিক্ষোভ মিছিল বের করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে মিন্টুকে নিঃশর্ত মুক্তি না দিলে সোমবার বগুড়া জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, উদয় কুমার বর্মন, সাজেদুর রহমান সিজু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৫/শরীফ