ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৬ বছর।
আজ ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুর রহমান জানান, ভোর ৫টার দিকে বানিয়ারচালায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৫ জন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাক ও মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে যান।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন