নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ একরামুল আলম রবিবার সকাল ৯ টায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ------রাজিউন)। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টায় দিকে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম বনপাড়া ডিগ্রি কলেজ সংলগ্ন বাসায় এসে ওয়াশ রুমে যান। সেখান থেকে বের হয়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ একরামুল আলমের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিনিয়র সহ সভাপতি সিংড়ার সাবেক এমপি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাদ মাগরিব বনপাড়া বাজারে এবং বাদ এশা তার গ্রামের বাড়ি মহিষভাঙ্গায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ