দিনাজপুরে একটি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলিসহ মাজেদুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৩ । রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের রামসাগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাজেদুর রহমান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে ।
দিনাজপুর র্যাব-১৩ মেজর আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত র্যাব সদস্যরা মাজেদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তার পিছনে দৌড়ে তাকে আটক করে। এ সময় মাজেদুরের শরীর তল্লাশি করে একটি গুলি লোড করা অবস্থায় আধুনিক মানের একটি রিভলবার পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ