কুমিল্লার দেবিদ্বারে আবুল হাসেম নামের এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উপজেলার ভৈষেরকোট এলাকা থেকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যবসায়ী বুড়িচং উপজেলার মনিপুর গ্রামের হাজী আলী আশরাফের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আবুল হাসেম (৪৬) বুড়িচং উপজেলার কাবিলা বাজারের ভাই ভাই ট্রেডার্স নামের মুদি মালামালের পাইকারী ব্যবসায়ী। বুধবার রাত ৯টার দিকে মাহফিলে যাওয়ার কথা বলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে তিনি রাতে আর বাড়ি ফিরেননি। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে দেবিদ্বারের ভৈষেরকোট এলাকার রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে।
দেবিদ্বার থানার এসআই নুরুল ইসলাম জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ