সন্তু লারমার অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ জানুয়ারি রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। বৃহষ্পতিবার বিকেলে সংগঠনটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি পৌরসভার এই প্রহসনমূলক নির্বাচন প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় আগামী ৩ জানুয়ারি ২০১৬ (রবিবার) সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ সরবরাহ ও পৌরসভার আবর্জনার গাড়ী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর যান অবরোধের আওতামুক্ত থাকবে। স্বত:স্ফূর্তভাবে সামিল হয়ে এ কর্মসূচি সফল করার জন্য জনসংহতি সমিতি রাঙামাটি জেলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ