জেলখানা থেকেই নাটোর পৌরসভার কাউন্সিলর হলেন সাজ্জাদ হোসেন সোহাগ। বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সোহাগ প্রায় দেড় মাস আগে একাধিক মামলায় কারাগারে যান।
তিনি গতবারের নির্বাচিত কাউন্সিলর হওয়ায় এবারও প্রার্থী হতে চাইলে দল তাকে মনোয়ন দেয়। তিনি জেলখানার ভেতর থেকেই মনোয়নপত্র জমা দেন। মামলার কারণে তার মনোয়নপত্র বাতিল হলে তিনি হাইকোর্টে আপিল করেন। পরে তার মনোনয়ন বৈধ হয়।
তিনি ব্ল্যাক বোর্ড প্রতীক নিয়ে নাটোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার দলীয় কর্মী-সমর্থক ও পরিবারের সদস্যরা পৌরবাসীর কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন। সোহাগ এক হাজার ৫২২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মলয় কুমার রায় পেয়েছেন এক হাজার ৪৭৭ ভোট।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন