প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার দূর্গাপুরে টংক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে চলছে সাত দিনব্যাপী মণি সিংহ মেলা। কমডের মণি সিংহের ২৬ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ ডিসেম্বর শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত চলে এ মেলা।
টংক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণের সামনে মহারাজা কুমোদচন্দ্র মেমোরিয়াল হাইস্কুল মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ঘরের আসবাবপত্র ও খাবারের স্টল বসেছে প্রায় দুই শতাধিক।
প্রতিদিন মেলায় ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। দূর্গাপুরসহ আশপাশ এলাকার দর্শনার্থীরা মেলা ঘুরে পছন্দসই আসবাবপত্র কিনে নিচ্ছেন। মেলায় শিশুদের জন্যও রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন।
কমরেড মণি সিংহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, টংক আন্দোলনের ছিলেন অন্যতম নেতা। তিনি ১৯০১ সালে ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
জীবনের অধিকাংশ সময় নেত্রকোনার দূর্গাপূরে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে গেছেন এই নেতা। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যু হয় মণি সিংহের।
আনন্দ উপভোগের পাশাপাশি মেলায় দর্শনার্থীরা কৃষক বিদ্রোহ, রাজাদের বিরুদ্ধে অবস্থান, টংক প্রথা বাতিলসহ বিভিন্ন আন্দোলন ও ইতিহাস সম্পর্কে জানতে পারছেন।
কমরেড মণি সিংহের একমাত্র ছেলে ড. দিবালোক সিংহ জানান, টংক আন্দোলন, কৃষক বিদ্রোহসহ কমরেড মণি সিংহের জীবন, রাজনৈতিক দর্শন, বাংলাদেশের জন্য কমিউনিস্ট পার্টির অবদান এসব আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয় প্রতি বছর।
মেলামঞ্চে প্রতিদিনই থাকছে আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা