ঝিনাইদহ জেলার পবহাটিতে ২৪টি দলের অংশগ্রহণে জমজমাট 'বিগ ব্যাশ' ক্রিকেট লিগ আয়োজন করা হচ্ছে। আর লিগের টাইটেল স্পন্সর হয়েছে 'মমতাজ মেহেদী।'
এ উপলক্ষে রবিবার চুক্তি স্বাক্ষর ও লিগের লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগ ব্যাশ লীগের আয়োজনে আগামী ১ জানুয়ারি ২০১৮ তারিখে ঝিনাইদহ জেলা শহরে রোডশো, ৫ তারিখে পবহাটি বলফিল্ড মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ও ১২ জানুয়ারি ফাইনাল খেলা এবং পুরস্কার ও ট্রফি বিতরণ করার ঘোষনা দেওয়া হয়।
আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো ফ্লাডলাইটের মাধ্যমে ডেনাইট ম্যাচ ৬ ওভারের খেলায় ২৪টি দল অংশ গ্রহণ করবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মমতাজ মেহেদির নির্বাহী পরিচালক শামছুল আলম, প্যানেল মেয়র জাহিদুল ইসলাম, মমতাজ হারবাল এর সেলস ম্যানেজার বিল্লাল হোসেন লিটু, বিগ ব্যাশ লীগের চেয়ারম্যান ইমরান হোসেন সুজন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মতিয়ার রহমান, আহাদুর রহমান খোকন, বিগ ব্যাশ লীগের ম্যানেজার সাইমুন আলম, “মমতাজ মেহেদীর ডিভিশনাল সেল্স ম্যানেজার পার্থ রিবারু,স্বপ্না সুলতানা প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান